ইকামত
دعاء ما بعد الأذان

اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه

আযানের পর দোয়া

হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং স্থায়ী সালাতের মালিক! মুহাম্মদ সাঃ কে (বিচারের দিন) ওসীলা তথা জান্নাতের ফজিলতপূর্ণ উঁচু স্তর এবং সকল সৃষ্টির উপর অতিরিক্ত সম্মান দান করুন, আর তাঁকে সম্মানিত স্থান মাকামে মাহমুদে পৌঁছে দিন, যার ওয়াদা আপনি তাঁকে দিয়েছিলেন, নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না, এবং কিয়ামতের দিন আমাদেরকে তাঁর সুপারিশ মঞ্জুর করুন।

الدعاء لا يرد بين الأذان والإقامة

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

আনাস ইবনে মালিক রাঃ থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাঃ বলেছেন: আজান ও ইকামতের মাঝের সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না।

حَانَ وَقْتُ صَلاَةِ الجُمُعَة
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا

রাসূলুল্লাহ সাঃ বলেন: যে ব্যক্তি নিখুঁতভাবে অযু করে তারপর জুম'আয় যায় এবং মনোযোগ সহকারে খুতবা শুনে ও চুপ থাকে, সেই সময় থেকে পরের জুম'আ এবং আরও তিন দিনের মাঝে যা আছে তাকে মাফ করে দেওয়া।

3

আপনার মসজিদ আপনাকে জানায়

من أب لابنه

من أجل بناء بيت الله

من أجل بناء بيت الله

CLASSES ÀRAB 2025 - 26

https://forms.gle/BuDhEuFPLk7BpyK86

مسجد الفتح Masjid Al Fath - OLOT

!
! বাকি
!
ساهم في عمارة بيت الله و لاتحرم نفسك بيتا في الجنة , فبيت الدنيا يفنى و بيت الجنة خير و أبقى
ফজর
!
যোহর
!
আছর
!
মাগরিব
!
এশা
!
জুম'আ
ঈদের জামাত
সূর্যোদয়
সেহরি

দরকারী তথ্য

মহিলাদের নামাজের স্থান
ওযুর স্থান
প্রাপ্তবয়স্কদেরদের পাঠদান
শিশু-কিশোরদের পাঠদান
প্রতিবন্ধীদের ব্যবস্থা
জানাজার নামাজ
ঈদের জামাত
রমজানের ইফতার
গাড়ি পার্কিং

يفتح المسجد 10 دقائق قبل الأذان و يغلق بعد الصلاة

Comunitat islamica de la Garrotxa
#26133
v4.122.1
mawaqit logo