Moschea Mohammed VI di Torino - TORINO

Il più grande luogo di preghiera nella città, con tutte le caratteristiche necessarie, e quindi l'unico deputato a rappresentare una moschea a Torino.
اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه
হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং স্থায়ী সালাতের মালিক! মুহাম্মদ সাঃ কে (বিচারের দিন) ওসীলা তথা জান্নাতের ফজিলতপূর্ণ উঁচু স্তর এবং সকল সৃষ্টির উপর অতিরিক্ত সম্মান দান করুন, আর তাঁকে সম্মানিত স্থান মাকামে মাহমুদে পৌঁছে দিন, যার ওয়াদা আপনি তাঁকে দিয়েছিলেন, নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না, এবং কিয়ামতের দিন আমাদেরকে তাঁর সুপারিশ মঞ্জুর করুন।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ
আনাস ইবনে মালিক রাঃ থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাঃ বলেছেন: আজান ও ইকামতের মাঝের সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না।
রাসূলুল্লাহ সাঃ বলেন: যে ব্যক্তি নিখুঁতভাবে অযু করে তারপর জুম'আয় যায় এবং মনোযোগ সহকারে খুতবা শুনে ও চুপ থাকে, সেই সময় থেকে পরের জুম'আ এবং আরও তিন দিনের মাঝে যা আছে তাকে মাফ করে দেওয়া।
Il più grande luogo di preghiera nella città, con tutte le caratteristiche necessarie, e quindi l'unico deputato a rappresentare una moschea a Torino.